ত্রয়োদশ সংখ্যা, জুন ২০২৩
  • নাজনীন সুলতানা নীতি*
    Published Date:

প্রাচ্যবিদ্যা পত্রিকা
ত্রয়োদশ সংখ্যা, জুন  ২০২৩
DOI:

সারসংক্ষেপ
সভ্যতার বিবর্তনে নারী ও পুরুষের অনবদ্য অবদান একই সরলরেখা অনুসরণ করে চলছে, একথা বহুল প্রচলিত ও সর্বজনবিদিত হলেও পুরুষশাসিত বিশ্বে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় নারীর সৃষ্টিশীল চিন্তাধারার প্রসঙ্গ অনেকটা যেন আরোপিতভাবেই অবতারণা করতে হয়। অথচ সভ্যতার সূত্রপাত যে কৃষি অর্থনীতির মধ্য দিয়ে হয়েছিল সে অর্থনীতির মূল বুনিয়াদ তৈরি করেছিল এই নারীই। যুগে যুগে বিভিন্ন সভ্যতায় নারী শুধুমাত্র গৃহে পারিবারিক জীবনেই নিজের অপরিহার্য অবস্থান নিয়ে সন্তুষ্ট হয়ে বসে থাকেনি, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় পুরুষের সকল নিয়ম-শৃঙ্খলা, আধিপত্য ভেঙে সমাজ ও রাজনীতির শীর্ষে যেমনি এসেছে নারী, সৃজনশীল মৌলিক চিন্তাধারার বিকাশেও তার মেধার স¡াক্ষর তেমনি দেদীপ্যমান। দুঃখজনক বিষয় হলো, ইতিহাসের আলোচনায় দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চায় নারীর মৌলিকত্ব জনসমাজে আলোর মুখ দেখেনি। ফলে সভ্যতার উৎকর্ষ অর্জনের পেছনে মানব সংগ্রামের অর্ধেকটা এখনো অনেকটা অজানাই থেকে গেছে। তবে প্রচেষ্টা থেমে নেই। সময়ের সাথে সাথে মানসিকতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিরপেক্ষ অনেক ঐতিহাসিক সত্যই এখন উদ্ঘাটিত হয়েছে। জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় নারীর সক্রিয় অংশগ্রহণের মৌলিক তথ্য উন্মোচিত হচ্ছে। প্রাচীন বিভিন্ন সভ্যতায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞানে নারীদের বিশেষ ভ‚মিকা লক্ষ্যণীয় যার প্রভাব আধুনিক বিশ্বেও স্পষ্ট। বর্তমান প্রবন্ধে কিছু সত্যানুসন্ধানের তাগিদ থেকে প্রাচীন সভ্যতায় জ্ঞানের অন্যতম প্রধান শাখা বিজ্ঞানচর্চায় নারীর স্বকীয়তা প্রসঙ্গে আলোচনা করা হবে।

View Full Article