দিলীপ কুমার বড়ুয়া
শান্টু বড়ুয়া
সারসংক্ষেপ
মূর্তি নির্মাণের মূল উদ্দেশ্য হলো ধর্মাচার পালন এবং সত্তার উপাসনা করা। এক একটি সত্তা আবার বিশেষ শক্তির উৎস হিসেবে বিবেচ্য। সাধারণত সত্তাগুলো কল্যাণ, শাশ্বত মঙ্গল, প্রজ্ঞা, স্বর্গীয় সুষমা প্রভৃতি প্রকাশ করে। এ কারণে মূর্তিশাস্ত্রে ধর্মতত্ত্ব ও ধর্মকাহিনিতে যেভাবে সত্তার রূপ বর্ণিত আছে, ঠিক সেভাবে সত্তার মূর্তি নির্মাণ করার কথা বলা হয়েছে। মূর্তিশাস্ত্রে প্রতিটি সত্তার জন্য চরিত্র অনুযায়ী কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা আছে। শিল্পীকে এসব বিবেচ্য বিষয় বা বৈশিষ্ট্যের আলোকে মূর্তি নির্মাণ করতে হয়। এসব বৈশিষ্ট্যসত্তা সনাক্তকরণের পাশাপাশি মূর্তিশিল্পের স্বকীয়তা ও নান্দনিকতা প্রকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রবন্ধে বৌদ্ধ মূর্তিশিল্পের কতিপয় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়ের পরিচিতি, অন্তর্নিহিত অর্থ ও তাৎপর্য উপস্থাপিত হয়েছে।
Keyword: