- আকলিমা ইসলাম কুহেলী*
Published Date:
প্রাচ্যবিদ্যা পত্রিকা
ত্রয়োদশ সংখ্যা, জুন ২০২৩
DOI:
সারসংক্ষেপ
হিন্দুস্তানি সংগীতের শ্রেষ্ঠ গুণী সংগীতজ্ঞ মিয়া তানসেনের নাম ভারতবর্ষ তথা বঙ্গদেশের সংগীতজ্ঞদের কাছে প্রবাদবাক্যের মত প্রচলিত। যদিও তাঁর সুদীর্ঘ সংগীত জীবনের ইতিবৃত্ত ‘আইনি আকবরী’ অথবা ‘পাদশানামা’ প্রভৃতি বিখ্যাত গ্রন্থ দুর্গের অভ্যন্তরে পাওয়া যায় তবে তা সাধারণ সংগীত বোদ্ধার কাছে দুর্ভেদ্য। আলোচ্য প্রবন্ধে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে, তাঁর দরবারে তানসেনের অবস্থান ও তাঁর বর্ণাঢ্য সংগীত জীবন সম্বন্ধে আলোকপাত করার প্রয়াস থাকবে।