চিন্ময় হাওলাদার*
Published Date:
প্রাচ্যবিদ্যা পত্রিকা
ত্রয়োদশ সংখ্যা, জুন ২০২৩
DOI:
সারসংক্ষেপ
বাংলা ও সংস্কৃত ভাষার মধ্যে ঐতিহাসিকভাবে গভীর সম্পর্ক রয়েছে। এ কারণে বাংলা সাহিত্যের উপর অনিবার্যভাবে তার প্রভাব পড়েছে। আধুনিক ইউরোপীয় সাহিত্য কিংবা ফার্সি-হিন্দি সাহিত্যের চেয়ে সংস্কৃত সাহিত্যের প্রভাব যে কত সুদূরপ্রসারী তা প্রাচ্য-পাশ্চাত্যের মনীষীগণের গবেষণার দ্বারা এখন সুপ্রতিষ্ঠিত হয়েছে। সংস্কৃত মহাকাব্য, কাব্য, খÐকাব্য, নাটক, গল্পসাহিত্য, অলংকারশাস্ত্র, ব্যাকরণশাস্ত্র, ধর্ম, দর্শন, অর্থশাস্ত্র ইত্যাদি বিষয় বাংলার সাহিত্য, সংস্কৃতি, সমাজ, ধর্ম, রাজনীতিসহ অনেক কিছুকেই আজও প্রভাবিত করে চলেছে। ধ্রæপদী সংস্কৃত সাহিত্যের কবিদের মধ্যে কবি নাট্যকার কালিদাসের উপস্থিতি বিশ^ময় ছড়িয়ে আছে। বাংলা সাহিত্যও তার ব্যাতিক্রম নয়। বৈষ্ণব পদাবলি থেকে আধুনিক বাংলা সাহিত্যের শক্তিশালী কবি-লেখকগণ কিভাবে কালিদাসের দ্বারা প্রভাবিত হয়েছেন তা আলোচ্য প্রবন্ধে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।